ডিস লাইন কেবলে লেগে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার: মোঃ কেফায়েত উল্লাহ শরীফ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। নিহত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (২ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলস্টেশন এলাকার আউটারে মোগড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন অতিক্রম করে মোগড়া রেলওয়ে ব্রিজ এলাকায় পৌঁছলে ট্রেনের যাত্রীবাহী বগির ছাদে থাকা কয়েকজন যুবক উঠে দাঁড়ায়। এ সময় রেললাইনের উপর দিয়ে যাওয়া ডিসের কেবলে লেগে চারজন ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে এক যুবক ঘটনাস্থলেই মারা যান এবং বাকি তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।